1. admin@dailyhumanrightsnews24.com : admin :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

শিশু অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৩৪ বার পঠিত
    • স্টাফ রিপোর্টার :

      উত্তরায় অভিযান চালিয়ে শিশু অপহরণকারী সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ মে) রাতে তাদেরকে গাজীপুরের সালনা থেকে গ্রেফতার করা হয়।

      শনিবার (৬ মে) দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের ডিসি মোহাম্মদ মোর্শেদ আলম।

      গ্রেফতারকৃতরা হলেন— মিল্টন মাসুদ (৪৫), শাহীনুর রহমান (৩৮) ও সুফিয়া বেগম (৪৮)।

      ডিসি মোহাম্মদ মোর্শেদ আলম জানান, গত ২৪ মার্চ উত্তরা ৪ নং- সেক্টর-এর হলি ল্যাবের সামন থেকে শাহিন শেখ নামে এক ৬ বছরের শিশু হারিয়ে যায়। পরে এ ঘটনায় জিডি করা হয় উত্তরা পূর্ব থানায়। জিডি তদন্তের সূত্র ধরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

      তিনি আরও জানান, এই চক্রের মূল হোতা মিল্টন মাসুদ ও তার সহযোগী শাহীনুর রহমান। তারা দীর্ঘদিন ধরে স্কুল, বাজার, রেস্টুরেন্টসহ নানা জায়গায় একা থাকা ও বাবা মায়ের সাথে ঘুরতে থাকা শিশুদের টার্গেট করে সুকৌশলে অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে মোবাইল ফিনান্স (বিকাশ, নগদ) এর মাধ্যমে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ আদায় করে আসছিলো। চক্রের বাকীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park