1. admin@dailyhumanrightsnews24.com : admin :
সোমবার, ২৯ মে ২০২৩, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে ভূমি সেবা সপ্তাহের সমাপনী  লৌহজংয়ে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন লৌহজংয়ে মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ সভা  জগন্নাথপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন তাহিরপুরে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে আলোচনা সভা মহামান্য রাষ্ট্রপতির সাথে আইজিপির সাক্ষাৎ ধামরাইয়ে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার গোয়াইনঘাটে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবী দুধরচকীর। কুষ্টিয়ায় #জাতির_পিতা_বঙ্গবন্ধু_শেখ_মুজিবুর_রহমানের ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপনঃ

লৌহজংয়ে জমি অধিগ্রহণ বন্ধের দাবিতে সমাবেশ

  • আপডেট সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৭ বার পঠিত
ফৌজি হাসান খান রিকু,
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আর নয় অধিগ্রহণ, অন্যত্র চাই পরিবর্তন এবং বাপ-দাদার জমি ছাড়বো না, অধিগ্রহণ মানবো না এসব স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে নতুন করে জমি অধিগ্রহণ না করার দাবিতে আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন গোচত্তর মাঠে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত জমির মালিকসহ এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করেন। এতে বক্তারা বলেন ইতিপূর্বে পদ্মা সেতু, রেল লাইন, সেনা নিবাসসহ ওয়াসার জন্য জমি অধিগ্রহণে মেদিনীমণ্ডল গ্রামবাসী অধিক পরিমাণে ক্ষতিগ্রস্ত। এইভাবে ধাপে ধাপে জমি অধিগ্রহণ হলে মেদিনী মণ্ডলবাসীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে।  মেদিনী মন্ডল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ঐতিহ্যবাহী খান পরিবারসহ বিভিন্ন বংশের প্রায় ১২/১৫ হাজার মানুষ যুগযুগ ধরে এই এলাকায় বসবাস করে আসছেন। যাদের আবাসন স্থান ও ফসলি জমিও কম। তাদের জমিও এখানে অপ্রতুল। পূর্বের অধিগ্রহণকৃত পরিবারগুলো একত্রে বসবাস করতে বাড়ি তৈরির জন্য নাল জমিতে বালু ভরাট করছে। নতুন করে জমি অধিগ্রহণের সিদ্ধান্তের কথা শুনে তারা আতংকিত ও দিশেহারা।
তারা আরও বলেন, পদ্মা সেতু উত্তর থানাধীন উত্তর মেদিনী মণ্ডল এলাকায় মুক্তিযোদ্ধা প্যানারোমা কমপ্লেক্স নির্মাণের জন্য প্রায় একশ একর জমি নতুন করে অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। বসতিপূর্ণ এলাকার আর কোনো জমি দেয়া যাবে না। আমরা আমাদের পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত জন্মভিটা আর ছাড়ব না। এর প্রতিবাদে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।
জানা যায়, মেদিনী মণ্ডলে মুক্তিযোদ্ধাদের জন্য একটি প্যানারোমা কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য পদ্মা সেতু উত্তর থানার উল্টো দিকে পশ্চিম পাশের জায়গাটি নির্বাচন করেছে।এতে প্রায় একশ এককর জমি অধিগ্রহণ করার উদ্যোগ নিয়েছে। যার প্রাথমিক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। প্রকল্পটি খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
আলোচনা সভায় আব্দুল লতিফ খানের সভাপতিত্বে ও তারেক খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেদিনীমন্ডল ইউনিয়নের আবুল কালাম খান, মনিরুজ্জামান খান বাটুল, বকুল খান, সিরাজুল ইসলাম বেপারী, হাবিবুর রহমান হাবিব, আ. বাকী পাতা মিয়া, বশির উদ্দিন খান লিপু, আসিম হোসেন খান, জাকির হোসেন ফারুক, আব্দুল কাদির শামিম, খোকন মিয়া, কুদ্দুস খান, বিপুল খান, রওসন খান রনি, জশিউর রহমান, মিজানুর রহমান রবিন, ফারহান, রাকিব হোসেন, মুন্না, শাকিব প্রমুখ।
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park