1. admin@dailyhumanrightsnews24.com : admin :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওসমানীনগরে মাদ্রাসা ছাত্রকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ গোপালগঞ্জ প্রথমবার অনুষ্ঠিত হলো  গবেষণা প্রতিযোগিতা ভোলায় জেলা পুলিশ ও কোস্টগার্ডের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। ১৩ জুন সিলেটে বসছে আইওরা’র জ্যেষ্ঠ কর্মকর্তাদের সভা নবীনগরে বুড়ি নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার প্রবাসী সমাজসেবী জাবেদ উদ্দিনকে মৌলভীবাজার জেলা সমিতির সংবর্ধনা প্রদান আ.লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা কাল তারেক-জোবায়দার মামলায় আরও তিনজনের সাক্ষ্য সাজেকে ডায়রিয়ায় আক্রান্তদের চিকিৎসা দিতে হেলিকপ্টারে গেল মেডিকেল টিম নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

আমরা করব জয় এর সহযোগিতায় হুইলচেয়ার পেল শেফালী হাঁসদা

  • আপডেট সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৪ বার পঠিত

দিনাজপুর  প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পঙ্গুত্ববরণকারী হুইলচেয়ার কামনা করা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শেফালী হাঁসদা (৩৮) নামের সেই অসহায় নারী পেয়েছেন তার আকাঙ্খার হুইলচেয়ার।
বুধবার (২৪ মে) সকাল ১১টায় মহানূভবতা এক নারীর অর্থায়নে ও সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে উপজেলার বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট গ্রামে ওই নারীর বাড়িতে গিয়ে হুইলচেয়ারটি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ সভাপতি শাকিল আহম্মেদ, সদস্য মিনহাজ উদ্দিন সজল, আমিনুল ইসলাম, কংকনা রায়, প্রিয়া স্বর্ণকার, পারভেজ হাসান, সাব্বির রহমান জীবন, বেতদিঘী ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী যুুক্ত কম্পিউটার অপারেটর রতন টুডু প্রমুখ।
হুইলচেয়ার পাওয়া সেই পঙ্গুত্ববরণকারী নারী শেফালী হাঁসদা বলেন, আমি পঙ্গু হয়ে যাওয়ার পর থেকে প্রায় চারমাস ধরে বিছানায় পড়ে আছি। উঠতে পারিনা, চলাফেরা করতে পারিনা। যারা আমার জন্য ভেবেছেন, আমার দুঃখকষ্ট বুঝেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমাকে হুইলচেয়ার দেয়া ঈশ^রতুল্য সেই নারীর জন্য দোয়া করি। যেনো ঈশ^র তাকে এভাবেই মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেন।
সংস্থাটির সভাপতি প্লাবন শুভ ও সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, খড়ি সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে পঙ্গুত্ববরণ করেন শেফালী হাঁসদা নামের সেই নারীটি। অর্থের অভাবে তার পরিবার হুইলচেয়ার কিনতে পারছিলেন না। পরে বিষয়টি আমাদেরকে জানালে নামপ্রকাশে অনিচ্ছুক মহানূভবতা এক নারীর অর্থায়নে হুইলচেয়ার কেনা হয়। পরে ‘আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে সেই হুইলচেয়ারটি ওই নারীর বাড়িতে গিয়ে প্রদান করা হয়। এ রকম মানবিক আবেদনগুলোতে সবাইকে এগিয়ে আসা দরকার। যে যার অবস্থান থেকে যতটুকু পারবে ততটুকু সাহায্য করা উচিৎ।
উল্লেখ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী শেফালী হাঁসদার জন্য প্রয়োজন একটি হুইলচেয়ার। এমন শিরোনামে একটি বার্তা গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা উদ্যোগগ্রহণ করে এক নারীর আর্থিক সহায়তায় শেফালী হাঁসদাকে হুইলচেয়ার প্রদান করা হয়। ##

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park