1. admin@dailyhumanrightsnews24.com : admin :
সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে ভূমি সেবা সপ্তাহের সমাপনী  লৌহজংয়ে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন লৌহজংয়ে মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ সভা  জগন্নাথপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন তাহিরপুরে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে আলোচনা সভা মহামান্য রাষ্ট্রপতির সাথে আইজিপির সাক্ষাৎ ধামরাইয়ে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার গোয়াইনঘাটে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবী দুধরচকীর। কুষ্টিয়ায় #জাতির_পিতা_বঙ্গবন্ধু_শেখ_মুজিবুর_রহমানের ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপনঃ

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া সম্পৃক্তকরণ বিষয়ে সুনামগঞ্জে ওরিয়েন্টেশন কর্মশালা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২০ বার পঠিত

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

জেলা পর্যায়ে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া সম্পৃক্তকরণ বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৫ শে মে রোজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এনজিও সংস্থা প্রিপ ট্রাস্টের আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ কর্মশালায় তৃণমূলের নারীরা অংশগ্রহন করেন। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন এবং নারীদের বিভিন্ন প্রশ্নের জবাব ও দেন সাংবাদিকরা।

জামালগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উত্তর ইউনিয়ন অপরাজিতার সভাপতি শাহানা আল আজাদের সভাপতিত্বে ও এনজিও সংস্থা প্রিপ ট্রাস্টের ডিস্টিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইশতেহার হোসেন মৃধার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা,বাংলাদেশ যুব মহিলা লীগ সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক জান্নাত মরিয়ম, প্রিপ ট্রাস্টের ফিল্ড কো-অর্ডিনেটর মাহবুব আলম,ফিল্ড কো-অর্ডিনেটক লাভলী সরকার,সুরমা ইউপির মাজেদা বেগম,তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আইরিন,যুব মহিলা লীগের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক প্রতিমা রানী দেবী,সামছুন নাহার,বেবী আক্তার,রেহেনা পারভীন ও প্রতিমা রানী দাস প্রমুখ।

সভাপতির বক্তব্যে জামালগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উত্তর ইউনিয়ন অপরাজিতার সভাপতি শাহানা আল আজাদ বলেন,আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী, জাতীয় সংসদের স্পিকার,শিক্ষামন্ত্রী নারী। দেশের বৈপ্লবিক উন্নয়নে দেশের বিভিন্ন সেক্টরে নারীদের অংশগ্রহন কেবল বর্তমান সরকারের আমলে নিশ্চিত হয়েছে। তারা বলেন ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে প্রতিটি ধর্মের নারীরা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহন এবং ত্রিশলাখ শহীদ ও দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আজকের উন্নত ও সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে কার্যকর ভূমিকা রয়েছে। তারা আরো বলেন দেশের মোট জনসংখ্যার অর্ধেকেই তো নারী। কাজেই পূরুষ শাসিত সমাজ ব্যবস্থায় রাষ্ট্রের প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহন আরো বাড়াতে সমাজে কিছুটা প্রতিবন্ধকতা থাকলে ও বর্তমান প্রজন্মের নারীরা আর ঘরে বন্দী দশায় থাকতে চান না। তাদের দাবী হচ্ছে জাতীয় সংসদ থেকে শুরু করে,জেলা পরিষদ,উপজেলা পরিষদ,ইউনিয়ন পরিষদ ও সরকারী এবং আধা সরকারী প্রতিষ্ঠানে নারীদের অংশগ্রহন বাড়াতে এবং নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ । তাই মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আগামীর একটি অসাম্প্রদায়িকতার চেতনার বাংলাদেশ নির্মাণে নারী পূরুষের বৈষম্য দূরীকরনসহ প্রতিটি ধর্মের নারীদের অংশগ্রহন নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা চান নারীনেত্রীরা।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park