প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৩:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৩, ৭:৫৯ অপরাহ্ণ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে দুই জনের মৃত্যু

ফৌজি হাসান খান রিকু
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার কুসুমপুর এলাকার লেবুতলায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার তেউটিয়া ইউনিয়নের পাইকারা গ্রামের উপেন সর্দারের পুত্র জুম্মন সরদার ও একই উপজেলার কনসার ইউনিয়নের ধীৎপুর গ্রামের শাহজাহানের ছেলে মোহাম্মদ কাউসার।
প্রত্যক্ষদর্শী জানায়, ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে ওই দুই ব্যক্তি কুসুমপুর লেবুতলা গ্রামের সড়কে এসে অটো থেকে নামেন। এ সময় একজন মহিলা যাত্রী আগে নেমে সামনের দিকে চলে যায়। আর বাকী দুইজন নেমে হাটতে শুরু করলে হঠাৎ বজ্রপাত হয়। এতে তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক। তিনি জানান,আমরা খবর পেয়েছি বৃষ্টি চলাকালীন দুই পথচারী গ্রামের সড়কে হেটে যাওয়ার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2025 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.