প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ১০:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৩, ৯:০৬ অপরাহ্ণ
লৌহজংয়ে ভূমি সেবা সপ্তাহের সমাপনী

ফৌজি হাসান খান রিকু
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
"স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়" এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার ভূমি কার্যালয় প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস সিকদারের সঞ্চালনায় উপস্থিত বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মাসুদ খান, সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাবেক সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, বর্তমান সাধারণ সম্পাদক শওকত হোসেন, সহ সভাপতি তাজুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খান রিকু, প্রচার সম্পাদক আসাদউজ্জামানসহ সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জানা যায়, গত ২২ মে সারাদেশের ন্যায় উদ্বোধন করা হয় ভূমি সেবা সপ্তাহের। দীর্ঘ এক সপ্তাহ এ সেবা শেষে ২৮ মে সেবার কার্যক্রম সমাপ্তি হয়। এতে উপজেলা ভূমি অফিস ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে ২৫২ টি নামজারী মামলা নিষ্পত্তি করা হয়। সে সাথে ভূমি উন্নয়ন কর আদায় করা হয় ৩ লাখ ৯৮ হাজার ৩০৪ টাকা এবং ভিপি লিজমানি আদায় করেন ৪ লাখ ২০ হাজার ৩৩৪ টাকা, চান্দিনা ভিটি নবায়ন বাবদ আদায় হয় ৩ হাজার ৪৭৪ টাকা। এছাড়াও ২৫টি নামজারী রিভিউ কেস ও অন্যান্যা আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. মো. আব্দুল আউয়াল জানান, কোন দালাল না ধরে তারা যেনো সরাসরি ভূমি অফিসে এসে সেবা গ্রহণ করে। এ বার ৫০০ আবেদন পড়েছে। আগের থেকে দ্বিগুণ হয়েছে। তিনি আরও জানান, যে মিস কেস নিষ্পত্তি হতে তিন বছর সময় লাগতো ওই মিস কেস ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করার প্রতিশ্রুতি দিচ্ছি।#
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2025 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.