মাহাবুর রহমান , কেশব পুর প্রতিনিধিঃ
যশোর জেলা মনিরামপুর উপজেলা মশ্বিমনগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সাজ্জাদ সানা গত এক সপ্তাহ ধরে অসুস্থ হয়ে পড়েন, তাই সাজ্জাদ সানাকে কেশবপুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তী করা হয়, তার বড় মেয়ে মাজেদা বেগম তার পিতাকে দেখতে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা করেন গত ২৪ তারিখে পিতাকে দেখতে যাওয়ার মাঝপথে এক্সিডেন্টে মাথা ফেটে যায় এবং মাথার ক্লিপ মস্তিষ্কের মধ্যে ঢুকে যায়,, অতঃপর তাকে কেশবপুর একটি হাসপাতাল থেকে আংশিক চিকিৎসা দিয়ে খুলনা ২৫০ বেডে ভর্থী করেন, মাজেদা বেগমের পিতা সাজ্জাদ সানা গত ২৭- ০৫-২৩ দুপুর ১-৩০ মিনিটে নিজ বাসায় ইন্তেকাল করেন, সেটা মৃত্যু সাজ্জাদ সানার মেয়েকে কোন প্রকার না জানিয়ে দাপন কাঁপন করা হয়, অবশেষে আজ ২৯-০৫-২৩ বিকাল ৪ টার দিকে খুলনা ২৫০ বেডে মেয়ে মাজেদা বেগম ইন্তেকাল করেন, মৃত্যু মাজেদা বেগম ৩ ছেলে দুই ছেলে সিঙ্গাপুর কাজ করেন এবং একটি ছোট ছেলে বাসায় আছেন পরিবারের সূত্রে জানা গেছে তার দুই ছেলে, মৈফুল এবং শরিফুল তার মায়ের জানাজায় শরিক হওয়ার বাড়ির উদ্দেশ্য রওনা করছেন,, মৃত্যু সাজ্জাদ সানা এবং মৃত্যু মাজেদা বেগমের জন্য দোয়া করবেন,,, মহান আল্লাহ তায়ালা তাদের পরিবারের ধৈর্য ধরার তৌফিক দান করুক এবং মৃত্যু বেক্তিদের জান্নাত নসিব করুক।