এম এ কাদির, বালাগঞ্জ ঃ
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সিলেট জেলা বিএনপির সদস্য নাজমুল আলম,মঙ্গলবার ( ৩০ মে) স্বপরিবারে এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য গমন করছেন। তিনি যুক্তরাজ্যে অবস্থান কালিন সময় দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ৭ নং ওয়ার্ডের সদ্যস্য
প্যানেল চেয়ারম্যান এস এম সাহেদ। বিদায়ী এক সাক্ষাতে দৈনিক শ্যামল সিলেট কে চেয়ারম্যান নাজমুল আলম জানান দেওয়ান বাজার ইউনিয়নের প্রবাসীরা সরকারের পাশাপাশি, শিক্ষা,চিকিৎসা, যোগাযোগ, দারিদ্র বিমোচন সহ সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসীদের অবদান অনস্বীকার্য।
তিনি যুক্তরাজ্য ভ্রমন কালিন সময় সে দেশে বসবাসকারী দেওয়ান বাজার ইউনিয়নবাসির সাথে সৌজন্য সাক্ষাৎ ও এলাকার উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে পরামর্শ মতবিনিময় করবেন।এবং এবং সফর শেষে কর্মস্থলে যোগদান করবেন।
তিনি নিরাপদ ভ্রমনে সকলের দোয়া,আর্শিবাদ কামনা করেন।
উল্লেখ্য নাজমুল আলম দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদে নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয় মেয়াদে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন।