রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদের আগামী ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ৩০/৫/২৩ রোজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদের মধ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সেলবরষ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা ইউএনও জনাব সীতেশ চন্দ্র সরকার এতে সভাপতিত্ব করেন। বাজেট ঘোষণা করেন ইউপি সচিব বাবুল চৌহান। ওই ইউনিয়নের ২০২৩-২৪অর্থ বছরের বাজেট ধরা হয়েছে ৩০ লাখ ৭৬হাজার ৯৪৭ টাকা। আর ব্যয় ধরা হয়েছে ৩০লাখ ৭৬হাজার ৯৪৭টাকা। উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য রতন মেম্বার, আবুচান মেম্বার , ওয়া দুধ মেম্বার
উপস্থিত ছিলেন, সেলবরষ ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি জাহিরুদ্দিন , বর্তমান সেলবরষ ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি বেনুয়ার হোসেন খান পাঠান, সেলবরষ ইউনিয়নের আওয়ামীলীগের সহ-সভাপতি মাহবুব আলম বাচ্চু মাস্টার ,সকল ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যাক্তি গন।