প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৪:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৩, ৬:৩৩ অপরাহ্ণ
লৌহজং উপজেলা ছাত্রলীগ থেকে ফরহাদ হোসেন ইমনকে বহিস্কার

ফৌজি হাসান খান রিকু
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
অর্থ জালিয়াতি মামলায় কারাগারে থাকা মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমনকে বহিস্কার করা হয়েছে।
গত সোমবার (২৯ মে) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, 'অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমনকে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হলো।
উল্লেখ, ঢাকার ইসলামপুরের কাপড় ব্যবসায়ী সাদনিন ফেব্রিক্স এর কর্ণধার সোহেল আহমেদের পক্ষে আনোয়ার হোসেন রিয়েলের দায়ের করা অর্থ জালিয়াতি মামলায় (১০৪৯/২২) বিক্রমপুর ফ্যাশন হাউজের কর্ণধার লৌহজং উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমন গত রবিবার (২৮ মে) দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আগাম জামিন চাইলে ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ছাত্রলীগ নেতা ইমন লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের রাণীগাঁও গ্রামের মো. জলিল বয়াতির ছেলে। তিনি বর্তমানে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারেরয়েছে।#
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2025 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.