স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ৬৬ নং বড়কুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার সরকারের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাত বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ৭ লক্ষ ৫৫ হাজার টাকা আত্মসাত ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তার বদলি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্ৰহণের দাবিতে এলাকাবাসী সহ অভিভাবক বৃন্দ মানববন্ধন করেছে।
মঙ্গলবার (৩০ মে) সকাল ১০ টায় বড়কুপট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নাসির উদ্দিন গাজী, ম্যানেজিং কমিটির সভাপতি জি এম শাহবুদ্দিন পারভেজ, অভিভাবক খায়রুল ইসলাম, অভিভাবক ফারুক হোসেন, মন্টু মিয়া, অভিভাবিকা নাসিমা খাতুন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, যতদিন এই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও তাকে বদলি না করা হবে ততদিন এই স্কুলে কোন শিক্ষার্থী পাঠদানের উদ্দেশ্য আসবে না। এই মানববন্ধনের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে জানাতে চাই সাথে সাথে তাদের হস্তক্ষেপ কামনা করছি।
অন্য দিকে প্রধান শিক্ষক স্কুলে না থাকলেও সহকারী শিক্ষকগণ স্কুলে আসে। কিন্তু কোন শিক্ষার্থী পাঠদানের উদ্দেশ্য স্কুলে আসেনি কেন জানতে চাইলে সহকারী শিক্ষিকা হোসনেয়া পারভীন বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগে নারী ঘটিত বিষয়ে রয়েছে যে কারনে অভিভাবক গন মনে করছে তাদের বাচ্চাদের নিরাপত্তার অভাব ।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম