হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
দেশীয় প্রজাতির মাছ রক্ষার কার্যক্রম এর অংশ হিসাবে জগন্নাথপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া।
হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ রক্ষা কার্যক্রম এর অংশ হিসাবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে ৩১ শে মে দুপুরে উপজেলার কুশিয়ারা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ। এসময় মৎস্যজীবিরা অবৈধ জাল দিয়ে জাটকা ও দেশীয় প্রজাতির মাছ শিকার করার অপরাধে সংশ্লিষ্ট মৎস্যজীবিদের ৫ হাজার টাকা জরিমানা করার পাশা-পাশি মাছ জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ। জব্দকৃত মাছ বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান ও থানা পুলিশ সহ মৎস্য অফিসের স্টাফ বৃন্দ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ বলেন, অবৈধ ভাবে মাছ শিকারের ফলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হতে চলেছে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।