স্টাফ রিপোর্টার;
“তামাক নয়, খাদ্য ফলান” এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩১ মে) সকালে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে একটি র্যালী বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ন কবীর, উপজেলা কৃষি অফিসার ইমরান হুসাইন শাকিল, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, এসআই প্রবীর ভট্রাচার্য প্রমূখ।
এসময় শিক্ষক শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।