দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলাবাড়ীতে ফুলবাড়ী সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (সম্মান) প্রথম বর্ষে বাংলা বিভাগ সহ সকল বিভাগে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের
শ্রেণিপাঠ উদ্বোধনী উৎসব ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।
সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
বৃহস্পতিবার (১ জুন) বেলা ১১টায় কলেজের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে স্নাতক(সম্মান) ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থী মো হাবিবুর রহমান হাবিব ও শম্পা রায়ের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজর প্রভাষক মোঃ মোহাইমিনুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কলেজের সহযোগী অধ্যাপক (ইংরেজি) ও অনার্স ১ম বর্ষ ভর্তি কমিটির আহ্বায়ক মোঃ শামীম আকতার,গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহিদুল হাসান প্রমুখ।
আলোচনা শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক ও প্রবীণ শিক্ষার্থীরা।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।#