স্টাফ রিপোর্টারঃ
………………………………………………………………….
বৃহস্পতিবার (০১ জুন, ২০২৩খ্রিঃ) তারিখে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব মোঃ জহুরুল ইসলাম, অফিসার ইনচার্জ, কু্ষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া’র সহযোগিতায় এসআই(নিঃ)/মোঃ সাহেব আলী, কুষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় গড়াই নদী হইতে অবৈধভাবে বালু উত্তোলনকারী ১। মোঃ ইয়ার আলী (৪৫), পিতা-মৃত চাঁদ আলী, ২। মোঃ রাজিব হোসেন (২৪), পিতা-তিজাম উদ্দিন ব্যাপারী, উভয় সাং-শালদহ পশ্চিমপাড়া, থানা-কুষ্টিয়া সদর, ৩। মোঃ শিপন প্রামানিক (২৭), পিতা-জহির উদ্দিন প্রামানিক, ৪। মোঃ তুহিন প্রামানিক (২০), পিতা-রাশিদুল প্রামানিক, ৫। মোঃ শান্টু শেখ (৩৫), পিতা-মোঃ নিয়ামত শেখ, সর্বসাং-তালবাড়ীয়া বালুরঘাট, ৬। মোঃ বাপ্পী হোসেন (২০), পিতা-মোঃ বিল্লাল হোসেন, সাং-মশান সাজিপাড়া, সর্বথানা-মিরপুর, সর্বজেলা-কুষ্টিয়া’দের হেফাজতে থাকা ১। ০৪ চাকা বিশিষ্ট ০৪টি স্টিয়ারিং ট্রলি গাড়ী, ২। কাঠের হাতলযুক্ত ০৪টি বেলচা, ৩। মোট অনুমান ৩২০ ফুট বালু সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামী, পলাতক আসামী সহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানার মামলা নং-০৩, তারিখ-০১/০৬/২০২৩, ধারা-১৫(১) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০; তৎসহ 431/34 The Penal Code, 1860 রুজু করা হয়। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত আছে।