প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৪:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৩, ১১:১১ অপরাহ্ণ
লৌহজংয়ে ভূমিরক্ষা আন্দোলনে পদ্মাপাড়ে গণজমায়েত ও অবস্থান কর্মসূচি

ফৌজি হাসান খান রিকু
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভূমিরক্ষা আন্দোলনে গণজমায়েত ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জুন) রাতে উপজেলার শিমুলিয়া বাজার সংলগ্ন পদ্মাপাড়ে কুমারভোগ ও হলদিয়া ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন অবারিত বাংলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান হান্নান।
এ সময় কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার খান, স্থানীয় গোপাল চন্দ্র পাল, কালাম শেখ, রুবেল হোসেন, সাইফুল ইসলাম, আতাউর রহমান মাদবর প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা জানান, রাতের আঁধারে পদ্মা নদীর লৌহজংয়ের বিভিন্ন জায়গা থেকে দস্যুরা অবৈধভাবে বালু লুট করে নিয়ে যাচ্ছে। এর ফলে আবার ভাঙনের ঝুঁকির মধ্যে পড়েছে লৌহজংয়ের ভূমি। বর্তমানে অবাধে বালু উত্তোলন করছে দুর্বৃত্তরা। বালু উত্তোলনের জেগে ওঠা চর অচিরেই বিলীন হবে। স্থানীয়রা আশঙ্কা করছেন কুমারভোগ ইউনিয়নের উয়ারী, খড়িয়া, রানীগাঁও, কোরহাটি মৌজার কয়েকশ একর জমি পদ্মাগর্ভে তলিয়ে যাবে। বক্তারা বালুদস্যুদের হুঁশিয়ার করে বলেন, আমাদের শান্তিপূর্ণ গণজমায়েতকে তুচ্ছতাচ্ছিল্য করলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2025 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.