হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ শামছুল আরেফিন ও এসআই সাব্বির আহসান এর নেতৃত্বে একদল পুলিশ ২ রা জুন রোজ শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও গ্রাম নিবাসী মৃত মোঃ ছরাব আলীর ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী রমজান আলী(৩১), সাংগিয়ারগাঁও গ্রাম নিবাসী মৃত মোঃ জুয়াদ আলীর ছেলে মোঃ সমীর আলী(৩৫), শান্তিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রাম নিবাসী মোঃ আরব আলীর ছেলে বর্তমানে জগন্নাথপুর উপজেলার লাউতলা-রসুলপুর গ্রামে বসবাসকারী ইন্তাজ আলী(৪০), মোঃ আহমদ মিয়া(৫০), মৃত জনাব আলীর ছেলে ইজার আলী(৩৭) ও জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রাম নিবাসী মৃত বশির মিয়ার ছেলে জুয়েল মিয়া(৩২) কে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃত আসামীরা আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই মোঃ শামছুল আরেফিন বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের ৩ রা জুন রোজ শনিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।