স্টাফ রিপোর্টার : রাজধানীর ধানমন্ডির লেক থেকে ভাসমান অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১২ বছর।
আজ সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।
ধানমন্ডি থানার পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, সম্ভবত গোসল করার উদ্দেশ্যে ওই কিশোর লেকের পানিতে নেমেছিল। লেকের পাড়ে তার স্যান্ডেল এবং শার্ট পাওয়া গেছে। তিনি বলেন, আমরা এখনও তার নাম-পরিচয় জানতে পারিনি।
তিনি আরও বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিআইডির ক্রাইম সিনের সহযোগিতায় তার পরিচয় জানার চেষ্টা চলছে।