স্টাফ রিপোর্টার:
রাজধানীর হাতিরঝিল থানায় বসবাসরত গণমাধ্যম কর্মী ও সাংবাদিকদের নিয়ে ‘হাতিরঝিল সাংবাদিক ফোরাম’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গত শনিবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ‘হাতিরঝিল সাংবাদিক ফোরাম’- এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সায়েদুল ইসলাম বাদলের সভাপতিত্বে এবং সাজ্জাদ হোসেন চিশতীর সঞ্চালন আয়োজিত অনুষ্ঠানে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে বিশেষ সংবাদের সায়েদুল ইসলাম বাদলকে আহ্বায় এবং রাইজিং বিডির সাজ্জাদ হোসেন চিশতীকে সদস্য সচিব করা হয়।
১১ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যন্য সদস্যরা হলেন- সময় টিভির শেখ মাহাবুব আলম, গ্লোবাল টিভির মাহাতাব শফি, নিউজ ওয়াচের হাবিবুর রহমান বাবু, আজকের প্রভাতের মারুফ মালেক, পল্লী বার্তার মশিউর রহমান খান, অর্থবাজারের সামী হোসেন, বাংলার নবকন্ঠের ওমর ফারুক, দিনের আলো’র দিলোয়ার রহমান চৌধুরী, গণকন্ঠের সাখাওয়াত হোসেন সাকু।
হাতিরঝিল থানা এলাকারই বসবাসরত এবং সাংবাদিক/গণমাধ্যম কর্মীদের নিয়েই অচিরেই পূর্ণঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেন সাংবাদিক নের্তৃবৃন্দ।