স্টাফ রিপোর্টার :
রাজধানীতে এবার নারী পকেটমারের সন্ধান পেলো পুলিশ। চক্রের ৯ নারী সদস্যসহ ৭ মহাজনকে গ্রেপ্তার করেছে ডিবি। চুরির পণ্যগুলো নামমাত্র টাকায় বিক্রি করছে তারা।
পুলিশ জানায়, স্কুল কলেজের সামনে, শপিং মলে বাচ্চা কোলে নিয়ে এরা ঘুরে বেড়ায়।
সুযোগ পেলেই নারীদের ব্যাগ থেকে তুলে নেয় মোবাইল ফোন ও টাকা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাজধানীর একটি শপিং মল থেকে এক মহিলার ব্যাগ থেকে প্রায় ৫ লাখ টাকা নিয়ে দ্রুত কেটে পড়ছে আলেয়া।
কখনও বোরকা পরা পর্দাশীল নারী, আবার কখনও বাচ্চা কোলে স্নেহময়ী মা। পর্দাশীল মায়ের পরিচয়ে মুহূর্তেই ঢুকে যায় জনারণ্যে। চোখের পলকে নারী ও পুরুষের পকেট বা ব্যাগ কেটে চুরি করে ফেলে নগদ টাকা, মোবাইল এবং ব্যাগে রাখা স্বর্ণালংকার।
আসামিরা জানায়, এসব চুরির পণ্য বিক্রি করে দেয়া হয় কিছু মহাজনের কাছে। যারা লক্ষ টাকার একটি ঝকঝকে আইফোনের জন্য দেয় ৬ থেকে ৭ হাজার টাকা।
ডিবির লালবাগ বিভাগের ডিসি মশিউর রহমান জানান, রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চক্রের ৯ জন মহিলা পকেটমার এবং তাদের ৭ মহাজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল হারিয়ে গেলে আইনি পদক্ষেপ নেয়ার পরামর্শ তার।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম