
নিজস্ব প্রতিবেদক ফেনী,ছাগলনাইয়া।
আজ রবিরার সকাল ১০ টার সময় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্ভোধন করেন।উপস্থিত ছিলেন উপজেলা আরএমও সহ হাসপাতালের অনন্যরা।দেশব্যাপী অনন্যারা এই ক্যাম্পেইন এর উদ্ভোধন করেন।শিশুদের মানষিক বিকাশ ঘটনের জন্য এ প্লাস ভিটামিন খাওয়িনোর জন্য জোর দাবী জানান আরএমও।