
দেলোয়ার হোসেন আখতার
রেল লাইনের পাশে নি:স্ব গরিব বস্তিতে বসবাস,
নর্দমা আর পঁচা গন্ধে জরাজীর্ণ তার আশপাশ।
বাঁশের চটি আর পলিথিনে তৈরী তাদের কুঁড়ে ঘর,
খেয়ে না খেয়ে চলে সংসার দিতে হয়’না কারে কর।
ঝড় বৃষ্টি আসলেই দেখা দেয় তাদের করুণ দশা,
পোকা-মাকড়ের কামড় আরও যন্ত্রনা দেয় মশা।
অতি গরমে বিদুৎ বিহীন থাকে অন্ধকার ঘরে,
রোগ ব্যাধি তো আছেই লেগে ভুগছে কত জ্বরে।
প্রকৃতির দেয়া আগুনে জ্বলে পুড়ছে ওদের ঘর,
আগুন জ্বলে দানবের মত মানে’না আপন পর।
ঘর বাড়ি আর আসবাবপত্র পুড়ে হচ্ছে ছাই,
খোলা আকাশের নীচে আবার ওরা নিচ্ছে ঠাঁই।
কেউ চালায় রিক্সা ভ্যান আর কেউ ঠেলা গাড়ি,
বউ করে ঝিয়ের কাজ বড় সাহেবদের বাড়ি।
বাচ্চারা বেড়ায় ফুটপাথে রাখেনা কোন খোঁজ,
চুরি আর ছিনতাই করে জেলে যায় রোজ রোজ।
মদ গাঁজা ইয়াবার কারবার ওদের মূল পেশা,
সন্ধ্যার পরে এসব খেয়ে হয়ে পড়ে ওরা নেশা।
গরীবের কষ্ট গরিবেই বোঝে ধনীরা বুঝবে কি ?
ধনীরা খায় কোরমা পোলাও আরও সাধের ঘি।