
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী বেগমগঞ্জ থানাধীন আলীপুর সাকীনস্থ বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজ সংলগ্ন হেলীপেড মাঠের পাশে রাস্তার উপর।
ঘটনার সংক্ষিপ্ত বিবরনঃ-
জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালীর একটি চৌকস টিম ওসি ডিবি নোয়াখালীর তত্ত্বাবধানে বেগমগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনাকালে এস.আই(নিঃ)/মোঃ জয়নাল আবেদীন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন আলীপুর সাকীনস্থ বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজ সংলগ্ন হেলীপেড মাঠের পাশে রাস্তার উপর হইতে কিশোর গ্যাং দলের সদস্যগন দুই গ্রুপের মাঝে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করিয়া নিজেদের মধ্যে দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করা কালীন সময়ে ডিবি কর্তৃক কিশোর গ্যাং দলের সদস্য ০১। সাইমুন হাসান পিয়াস(১৬), পিতা-মোঃ বাহার, সাং-গনিপুর, ০২। রাহাতের রহমান নিরব(১৫), পিতা-বেলায়েত হোসেন, সাং-নাজিরপুর, ০৩। জোবায়ের হোসেন(১৭), পিতা-মোঃ হোসেন হেলাল, সাং-নাজিরপুর, ০৪। মেরাজ হোসেন(১৭), পিতা-দেলোয়ার হোসেন, সাং-উত্তর নাজিরপুর, ০৫। সাগর হোসেন রিপন(১৭), পিতা-মৃত বাবুল, সাং-রমজান বিবি, ০৬। ইয়াছিন আরাফাত সিয়াম(১৭), পিতা-মোঃ সালাউদ্দিন, সাং-মীরওয়ারিশপুর, ০৭। ইয়াছিন আরাফাত বিজয়(১৬), পিতা-মোঃ দীন ইসলাম, সাং-মধ্যম নাজিরপুর, ০৮। ওমায়ের হোসেন(১৮), পিতা-চাঁদ মিয়া, সাং-নাজিরপুর, সর্বথানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালীদের গ্রেফতার করেন। ধৃত কিশোর গ্যাং দলের সদস্যগন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে, এলাকায় আধিপত্য বিস্তার, চুরি, ছিনতাইসহ নানান কর্মকান্ডের সাথে কিশোর গ্যাং দলের সদস্যগন সক্রিয় হয়ে পড়ছে, ধৃত কিশোর গ্যাংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
উদ্ধারঃ-
০১। স্টীলের তৈরী কিরিচ ০৩ (তিন) টি।
০২। স্টীলের তৈরী কোড়াল (চায়নিজ কোড়াল সদৃশ) ০১(এক) টি।
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন