মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ গোপালগঞ্জ :
গোপালগঞ্জ জেলার সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের মৃতঃ আব্দুর রউফ বিশ্বাসের কনিষ্ঠ পুত্র বি,এম আশিকুর রহমান আশিক বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (বাআবিকফ) এর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)হিসাবে দায়িত্ব বুঝে নেন। তিনি বাআবিকফ এর সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৬ই জুন বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ মহিউদ্দিন খন্দকার তাকে এই গুরু দায়িত্ব বুঝিয়ে দেন। বি, এম, আশিকুর রহমান সাবেক সাধারণ সম্পাদক, কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) গোপালগঞ্জ। বর্তমানে তিনি গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন।
এ ব্যপারে জানতে চাইলে বিএম আশিক গনমাধ্যম কর্মীদের বলেন, আমাকে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয়ের সাধারন সাধারন সম্পাদকের(ভারপ্রাপ্ত) দায়িত্ব দেওয়ায় বাআবিকফ এর সভাপতি মোঃ মহিউদ্দিন খন্দকারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি আরো বলেন, কেন্দ্রীয় ভাবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। কর্মচারীদের সকল দাবী দাওয়া আমি আমার সময়কালে সমাধান করার চেষ্টা করবো। আন্তঃ বিশ্ববিদ্যালয়ের কর্মচরীদের দাবী দাওয়া সমাধান করা আমার দায়িত্ব।