হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
৪ ঠা জুলাই রোজ মঙ্গলবার থেকে জগন্নাথপুরে ডাকবাংলো ব্রীজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের জানজট নিরসনে নলজুর নদীর দুটি ব্রীজ নিয়ে উদ্ধুদ পরিস্থিতির বিষয়ে ৩ রা জুলাই বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন এর পরিচালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র মোঃ সাফরোজ ইসলাম মুন্না, ট্রাফিক সার্জেন্ট (টিএসআই) টিপু সুলতান, সাংবাদিক অমিত দেব, জুয়েল আহমদ ও ইজিবাইক (টমটম)গাড়ী মালিক সমিতির সভাপতি মোঃ গোলজার আহমদ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ৪ঠা জুলাই রোজ মঙ্গলবার থেকে ঝুকিপূর্ণ ডাকবাংলো ব্রীজ দিয়ে শুধু জরুরী সেবার যানবাহন চলাচল করতে পারবে। অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। জরুরী সেবার যানবাহন চলাচল ব্যাতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি গুদামের সামনের বিকল্প সেতুর সংস্কার কাজ আজ ৪ ঠা জুলাই রোজ মঙ্গলবার থেকে শুরু হবে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম