প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৩, ১২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৩, ৮:০৯ অপরাহ্ণ
ধর্মপাশায় নওধার ইয়াং স্টার ক্লাবকে ২-৪ গোলে হারিয়ে কাকিয়াম মামুদপুর ইয়াং স্টার ক্লাব বিজয়ী।

রবি মিয়া ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় মামুদপুর ইয়াং স্টার ক্লাব ও নওধার ইয়াং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্ট ৭-৭-২৩ শুক্রবার বিকাল ৫ টায় ধর্মপাশা বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলাটি উদ্বোধন করেন ধর্মপাশা উপজেলা কাকিয়াম মামুদপুর গ্রামের মোঃ লতু মিয়া সভাপতিত্বে ও আরো উপস্থিত ছিলেন রফিকুল মিয়া , ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সদস্য রবি সাংবাদিক, সাইদুল মিয়া ,হাইবোল মিয়া ,মিজানুর রহমান ,শাহিন মিয়া, সজীব মিয়া ,ও আরো অনেকেই , মামুদপুর ইয়াং স্টার ক্লাব ও নওধার ইয়াং স্টার ক্লাব ফুটবল খেলায় প্রতিযোগিতা নওধার ইয়াং স্টার ক্লাবকে ২-৪ গোলে হারিয়ে মামুদপুর ইয়াং স্টার ক্লাব জয় লাভ করে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2023 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.