1. admin@dailyhumanrightsnews24.com : admin :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার দেওয়ানগঞ্জে নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১২৪ বার পঠিত

 

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ জেলা পুলিশ এর আয়োজনে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চলতি ২০২৩ সালের জুন মাসের মাসিক কল্যাণ সভা উপলক্ষে ১৩ ই জুলাই রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ এর সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর (সার্কেল) সুভাশীষ ধরের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় পুলিশ সুপার অফিসার-ফোর্সদের বিভিন্ন প্রস্তাবনা ও সমস্যার বিষয় মনোযোগ দিয়ে শুনার পাশা-পাশি উত্থাপিত সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দেন।এবং কল্যাণ সভায় চোরাচালান পণ্য উদ্ধার, সর্বোচ্চ পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধারসহ পুলিশ সদস্যদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের অর্থ পুরস্কার প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার, সভায় উপস্থিত সকল সদস্যদের ডেঙ্গু প্রতিরোধে সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদানসহ বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো: শহিদুল হক মুন্সী, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) সাহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হাসান রাশেদ পরাগসহ সকল থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরে বেলা ১২ টা ৩০ মিনিটের সময় জেলা পুলিশ অফিসের কনফারেন্স রুমে পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্’র সভাপতিত্বে বিগত জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার জুন/২০২৩ খ্রি. মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park