হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে ধর্ষণ মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল(৪৫) কে ছদ্মবেশে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনাশ অত্র থানার এসআই মিজানুর রহমান সহ সঙ্গীয় পুলিশ ছদ্মবেশ ধারণ করে ২ রা সেপ্টেম্বর দিবাগত রাতে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর – শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত নারায়নপুর গ্রাম নিবাসী আশিব মিয়া’র ছেলে সিআর-৫৮/০৮ নারী ও শিশু নির্যাতন মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল মিয়া (৪৫) কে গ্রেপ্তার করেন। সে দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল।
গ্রেপ্তারকৃত আসামী জামাল মিয়া(৪৫) কে ৩ রা সেপ্টেম্বর সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত তাকে জেল হাজতে প্রেরন করেছেন।