বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজার সংলগ্ন সাতঘরের প্রতিবন্ধি আনোয়ার হোসেনের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বাড়িতে লোকজন ছিল না।
প্রতিবন্ধি আনোয়ার হোসেনের স্ত্রী বকুল জানান, ‘বাড়ি একদম খালি ছিল। এ সুযোগে চোরেরা সামনের দরজা দিয়ে উঠে উপরে পাটাতনে থাকা তালাবদ্ধ ট্রাংক নিয়ে পিছনের দরজা দিয়ে চলে যায়। ট্রাংকে ১৮ হাজার টাকা, দলিল, প্রতিবন্ধি কার্ড ও স্মার্ট কার্ড ছিল।’
প্রতিবন্ধি আনোয়ার হোসেন জানান, ‘সন্ধার দিকে আমার বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। স্থানীয় জানাশোনা চোরেরা এ কাজ করেছে৷ আমার সব নিয়ে গেছে।’
এদিকে গতকাল রাতে বামনা থানা পুলিশের একটি টহল টিম খবর পেয়ে বাড়িটি পরিদর্শন করেছে।