
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় বাজারের ঐতিহ্যবাহী নুরজাহান হোটেল এন্ড রেস্টুরেন্ট নতুন সাজে, নতুন আঙ্গিকে নতুন ভবনে উদ্বোধন করা হয়েছে। রবিবার ( ১০ সেপ্টেম্বর আব্দুল আজিজ কমপ্লেক্সের নিচ তলায় আনুষ্ঠানিকভাবে নুরজাহান হোটেল এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন করেন , সাবেক মেয়র , তহিদুল ইসলাম । এ সময় মেয়র বলেন, নুরজাহান হোটেল এন্ড রেস্টুরেন্ট পঞ্চগড়ে ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। জেলায় বেশ কয়েকটি রেস্টুরেন্ট দীর্ঘদিন ধরে সুনামের সাথে মানুষকে খাবার পরিবেশ করে আসছে প্রতিষ্ঠানটি। এ সময় নুরজাহান হোটেল এন্ড রেস্টুরেন্টের পরিচালকবৃন্দ আলতাফ হোসেন, হায়াতুন ইসলাম এবং মাহাতাব হোসেন ভুটুসহ বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । তারা বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য সামনে রেখে এ রেস্তোরাঁ সাজানো হয়েছে। এখানে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে খাবার পরিবেশন করা হবে। হোটেল কর্তৃপক্ষ জানায়, অত্যাধুনিক এ রেস্তোরাঁয় ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার পাওয়া যাবে। এসব খাবারের মধ্যে রয়েছে ভাত, মাছ, মাংস, ভর্তা ও নানান রকমের তরি তরকারি। রেস্টুরেন্টি ২৪ ঘন্টা খোলা থাকবে, যে কোন অনুষ্ঠানের পার্সেল এবং হোম ডেলিভারি দেওয়া হবে ।