হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ গৃহহীনদের জন্য প্রদানকৃত আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ ও ঘরে বসবাস বসবাসকারী পরিবারের খোঁজ-খবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম।
মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর আওতায় কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কলকলিয়া গ্রাম এর দক্ষিণ পার্শ্বে আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর এর নির্মাণ কাজ ১১ ই সেপ্টেম্বর রোজ সোমবার দুপুরে পরিদর্শন করার পাশা-পাশি ইতিমধ্যে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস বসবাসকারী পরিবারের লোকজন এর সাথে আলাপ আলোচনা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর তহশিলদার মোঃ নাজমুল হুদা খান, উপজেলা প্রকৌশল অধিদপ্তর এর সহকারী সাইফুদ্দিন, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, আব্দুল কাদির, গিয়াস উদ্দিন, আব্দুল হামিদ ও আনসার সদস্য সহ আরো অনেকে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ জমি ও গৃহহীন পরিবারের মাঝে উপজেলার বিভিন্ন এলাকায় ঘর নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে বহু পরিবার এই ঘরে বসবাস করছেন। আরো নতুন ঘর এর নির্মাণ কাজ চলছে। এবং যাচাই-বাছাই এর মাধ্যমে হতদরিদ্র গৃহ ও জমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে।