
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
মানবপাচারকারী চক্রের সদস্য জগন্নাথপুর এর রুবেল (৩০) কে যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।
বিশ্বস্ত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশ ও র্যাব এর একটি টিম ১১ ই সেপ্টেম্বর রোজ সোমবার দিবাগত রাত প্রায় ১১ টা ৪৫ মিনিটের সময় রাজধানী শহর ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কামারখাল নিবাসী মৃত মোঃ হাবিবুর রহমান এর ছেলে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য শান্তিগঞ্জ থানার মামলা নং-০৪/৭৮, তারিখঃ-১৬/০৮/২০২৩ ইং, ধারা -২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ৭/৮/১০(১) এর আসামী রুবেল মিয়া (৩০) মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে ১৩ ই সেপ্টেম্বর রোজ বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর – শান্তিগঞ্জ সার্কেল) শুভাশিষ ধর বলেন, মানবপাচার মামলায় জগন্নাথপুর এর রুবেল মিয়া(৩০) কে ঢাকা শহরের যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে ১৩ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।