ফৌজি হাসান খান রিকু,
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ মো. আব্দুল আউয়ালের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় লৌহজং উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ মো. আব্দুল আউয়াল কে গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি জনিত কারনে লৌহজং অফিসার্স ক্লাবে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস সিকদারের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার মো. শরীফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ মো. আব্দুল আউয়ালের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুস সালেহীন, উপজেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফরিদুল ইসলাম,
উপজেলা শিক্ষা অফিসার আবুল বাসার মো. বাহাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ মর্তুজা আহসান, সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপাধ্যক্ষ মো. শহিদুর রহমান সিকদার, উপজেলা সমাজসেবা অফিসার বাদশাহ ফয়সাল, উপজেলা নির্বাচন অফিসার রিয়াজ আহমেদ,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, খাদ্য নিয়ন্ত্রক মো. সাব্বির হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসার মোসা. আঙ্গুরা বেগমসহ
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিদায়ী নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল কে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।