স্টাফ রিপোর্টারঃ
ছাতকে ৫ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করার পাশা-পাশি ১৯ টি ভারতীয় মহিষ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও আদালত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক ও ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম-এর নেতৃত্বে অত্র থানার এসআই পিয়াস পাল ও সঙ্গীয় অফিসার সহ একদল পুলিশ ২৭ শে সেপ্টেম্বর দিবাগত রাতে ছাতক পৌরসভাধীন বাগবাড়ী সাকিনস্থ সুরমা নদীর পূর্ব পার্শ্বে বিশেষ অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রাম নিবাসী শরিফ মহিষ চোরাকারবারি শরিফুল ইসলাম এর ছেলে রায়হান আলী ফয়সাল (২৬), সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার সাহেব নগর গ্রাম নিবাসী মৃত আকবর আলীর ছেলে ইরাজ উদ্দিন (১৯), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মৌলারপাড় গ্রাম নিবাসী হাজী কামাল উদ্দিন এর ছেলে সুলেমান আজিদ(২৩), সালমান আহমদ (২০) ও হাবিবুর রহমান এর ছেলে মোজাম্মেল (২২) কে গ্রেপ্তার করেন।এসময় আটককৃত আসামীদের হেফাজতে থাকা ১টি ট্রাক ও ১টি পিকআপ ভ্যান তল্লাশি করে মোট ১৯টি ভারতীয় মহিষ এবং এই মহিষ গুলো পরিবহনে ব্যবহৃত ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ১৯টি ভারতীয় মহিষের আনুমানিক মূল্য প্রায় ৫৭ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামিগণ চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ভারতীয় মহিষ বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে পুলিশ স্কটের মাধ্যমে ২৮ শে সেপ্টেম্বর সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরন করেছেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম