মোঃ আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়ায় ১শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রিয়াজুল ইসলাম ওরফে তুহিন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া থানার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে লোহাগড়া থানার কাশিপুর গ্রামের মৃত সিদ্দিক শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে এসআই মিজানুর রহমান, এএসআই ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া থানার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ সময় তার নিকট থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।