
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের করতোয়া নদীর ব্রীজের নিচ থেকে এক যুবকের রহস্যজন লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পর পঞ্চগড় শহরের করতোয়া নদীর ব্রীজের নিচ থেকে মেহেদী বাবু (৩২) নামের এই যুবকের লাশ উদ্ধার করা হয়। মেহেদী ঠাকুরগাও জেলার নিজচেতনপুর গ্রামের ছেলে মৃত সাফাইতুল্লহ পাটোয়ারীর ছেলে।
পুলিশ জানায়, দুপুরে নদীতে পাথর তুলার সময় শ্রমিকরা ব্রীজের নিচে একজনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতালহাল করে যুবকের লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতন্ত্রের রিপোর্ট আসলে বিষয়টি জানা যাবে।