রবি মিয়া ধর্মপাশা সুনামগঞ্জ (প্রতিনিধি) সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উপজেলা সাং : কাকিয়াম খলাপাড়া গ্রামের সেকুল মিয়া, পিতা :পীর হোসেন, সেকুল মিয়ার পরিবার খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পার্শ্ববর্তী জমিতে উক্ত বিদ্যালয় প্রতিষ্ঠার পূর্ব থেকেই আনুমানিক ৭০ বছর যাবত বসবাস করে আসছে, বস্তি স্থাপনের শুরু থেকেই সেকুল মিয়ার পরিবার একটি রাস্তা ব্যবহার করে আসছে যা কাকিয়াম খলাপাড়া বিদ্যালয়ে এক পাশ দিয়ে প্রদান সড়কের সাথে সংযুক্ত হয়েছে, খলাপাড়া গ্রামের বসবাসরত ৮ / ১০ ঘরের ব্যক্তিগণের একমাত্র এই রাস্তাটি ব্যবহার্য, সম্প্রতি কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়া বিদ্যালয়ে সীমানা নিমান কার্যক্রম তড়িঘড়ি করে শুরু হয়েছে, যা কার্যক্রম চলতে থাকলে এই ৮ / ১০ টি পরিবারের প্রদান সড়কের জন্য কোন রাস্তার ব্যবস্থা থাকবে না, যার ফলে আমাদের ৮ /১০ টি পরিবার দুর্যোগ পোহাতে হবে, কাকিয়াম খলাপাড়া বিদ্যালয়ের পশ্চিমে খলাপাড়া গ্রামে এই পরিবার গুলো বসবাস করে, পরিবারটি ৬০ /৭০ বছর যাবত বিদ্যালয়ে রাস্তায় দিয়ে চলাফেরা করে আসছে, বসবাসকারী পরিবারগুলো ঘর থেকে বের হবার কোন রাস্তা নেই, এই রাস্তা দিয়ে তাদের একমাত্র চলাফেরা, কাকিয়াম খলাপাড়া বিদ্যালয়ে বাউন্ডারি দেওয়ার একটি কাজ চলছে, বাউন্ডারি দেওয়ার ফলে খলাপাড়া গ্রামের ৮/১০ পরিবার ঘর থেকে বের হবার কোন রাস্তা নেই, তাই এ পরিবারগুলো যাতে তারা যাতায়াত করতে পারে, তাদের একটি রাস্তা জায়গা রেখে বিদ্যালয় বাউন্ডারি দেওয়া হয়,এই পরিবারগুলো প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছে যে, আমার বাপ দাদা আমল থেকে আমরা আজ পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাফেরা করে আসছি , তাই আমরা যাতে এই রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে আসতে পারি, আমাদের চলাফেরা রাস্তা রেখে বিদ্যালয়ে বাউন্ডারি দেওয়া হয়, ধর্মপাশা উপজেলা প্রশাসনের কাছে খলাপাড়া গ্রামের ৮/১০ পরিবারের আবেদন