
স্টাফ রিপোর্টারঃ
দিরাইয়ে অভিযান চালিয়ে ২২ বস্তা ভারতীয় চিনিসহ সুরঞ্জিত (৩২) নামক ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
সুনামগঞ্জের দিরাই থানার এসআই মোঃ রাজু মিয়া ও এএসআই সুষেন চন্দ্র দাস গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ২২ বস্তা ভারতীয় চিনিসহ ১ জন চোরাকারবারিকে গ্রেফতার করেন। গতকাল ০১ অক্টোবর দিবাগত রাত আড়াইটায় দিরাই থানাধীন শ্যামারচর বাজারস্থ সুরঞ্জিত রায়ের দোকান ঘরে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চিনি চোরাচালানের সাথে জড়িত সুরঞ্জিত রায় (৩২), পিতা-মৃত হরিভক্ত রায়, থানা-শাল্লা, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির দোকান ঘরে তল্লাশি করে ২২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। জব্দকৃত ২২ বস্তা (৭৭০ কেজি) ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ৮৪ হাজার ৭০০ টাকা।গ্রেফতারকৃত আসামি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রাখায় তার বিরুদ্ধে দিরাই থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।