
ফৌজি হাসান খান রিকু,
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে গলায় রশি বাঁধা অবস্থায় মোস্তফা (১৮) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে লৌহজং থানা পুলিশ। সোমবার (২ অক্টোবর) উপজেলার হলদিয়া তিন দোকান এলাকায় একটি পুকুরপাড় থেকে অটো চালক মোস্তফার মরদেহটি উদ্ধার করা হয়৷ খোঁজখবর নিয়ে জানাযায় নিহত অটোরিক্সা চালক মোস্তফা উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের মিস্ত্রীপাড়ার আব্দুল মাতবরের ছোট ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনাস্থলের পার্শ্ববর্তী বাসিন্দা ফাতেমা বেগম নামে এক নারী হাঁস খুজতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে আশপাশের সবাইকে জানান৷ খবর পেয়ে এলাকার লোকজন এসে পুকুরপাড়ে গলায় রশি বাঁধা অবস্থায় মোস্তফার লাশ দেখতে পান।
এ বিষয়ে নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের মতো গতকাল রবিবার (১ অক্টোবর) অটোরিক্সা নিয়ে বাহির হয়ে রাতে আর বাড়িতে ফেরেনি মোস্তফা৷
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে৷