
হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্যকম্প্লেক্স ৫০ শয্যা হাসপাতালে অ্যাম্বুলেন্স সেবার নামে চলছে ব্যবসা। রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে সরকারের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে অ্যাম্বুলেন্স ড্রাইভারের বিরোদ্ধে।
সরকারি হাসপাতালের সূত্রমতে, সরকারি অ্যাম্বুলেন্সের নিয়ম অনুযায়ী প্রতি কিলোমিটারের ভাড়া ১০ টাকা। যত কিলোমিটার যাবে ভাড়া সে হারে দেবে।
৫০ শয্যা হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে ১ টি । যার মধ্যে দুইটি অকেজো। রোগীদের নিয়মিত সেবা দেওয়া হচ্ছে একটি । হাসপাতালের রেফার্ডকৃত রোগী অন্য হাসপাতালে পাঠানোর কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়।
অভিযোগ রয়েছে, ৫০ শয্যা হাসপাতাল থেকে বেশির ভাগ রোগীই পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এক্ষেত্রে ৫৫ কিলোমিটার দূরত্বে অ্যাম্বুলেন্সের নির্ধারিত ভাড়া ১ হাজার ১ শত টাকা ধার্য থাকলেও অ্যাম্বুলেন্সের ড্রাইভার সাগর নির্ধারিত ভাড়া ধার্য থাকলেও নিয়ম নীতির তোয়াক্কা না করে মনগড়া রোগীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে।
গাড়ি ড্রাইভারদের নির্ধারিত বেতনসহ বিভিন্ন ভাতা দেওয়া হলেও তারা রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে যা অগ্রহনযোগ্য।
তথ্য নিয়ে জানা যায়, হাসপাতালে থেকে রেফার্ড করা রোগীর স্বজনদের কাছ থেকে সরকারি অ্যাম্বুলেন্সের ড্রাইভার ভাড়া নেয় ১ হাজার ৫০০ শত টাকা। রোগীর স্বজন কালাম মিয়া অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে অনুরোধ করলে কিছু টাকা কম নেয়ার কথা বল্লেও বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা আদায় করার অভিযোগ রয়েছে তার বিরোদ্ধে।
ড্রাইভার সাগর এর কাছে অতিরিক্ত ভাড়া নেয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, এসব অভিযোগ মিথ্যা আমাকে ফাসানোর চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে প,প কর্মকর্তা ডা.আবু সাঈদ বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।