উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মালম্ভীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেনে পঞ্চগড় পৌরসভার মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক, জাকিয়া খাতুন। সোমবার ( ১৬ অক্টোবর ) সকালে শহরের রাজনগরে তার নিজ বাসভবনে পৌর
এলাকার প্রায় তিন শতাধিক দরিদ্র নারী ও পুরুষদের মাঝে শাড়ি, থ্রীপিস ও লুঙ্গি বিতরণ করা হয়। এসময় জেলা আওয়ামীলীগের সদস্য ও পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী
ডলার, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিবুন্নাহার মুক্তা, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ-সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিতরণকালে মেয়র বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই উপহার সাগগ্রী প্রদান করা হয়েছে। সামনে জাতীয় দ্বাদশ নির্বাচন। দেশ ও জাতীর কল্যাণে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জয়যুক্ত করার আহবান জানান।