স্টাফ রিপোর্টারঃ
যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আবুল হোসেন আকাশ এর স্বদেশ আগমনে কলকলিয়া ইউনিয়ন বিএনপি পরিবার এর পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সনুয়াখাই গ্রাম নিবাসী কলকলিয়া ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা যুক্তরাজ্য প্রবাসী মোঃ আবুল হোসেন আকাশ মা-মাটি ও আত্মীয় স্বজন এর টানে সংক্ষিপ্ত সফরে মাতৃভূমি বাংলাদেশে এসেছেন। তাঁর আগমনকে স্বাগত জানিয়ে ২৫ শে অক্টোবর সন্ধ্যা রাতে স্থানীয় কলকলিয়া বাজারস্থ তুবা ট্রেডার্সে কলকলিয়া ইউনিয়ন বিএনপি পরিবার এর পক্ষ হতে বিএনপি নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে বরন করার পাশাপাশি সংবর্ধনা প্রদান করেছেন। এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু, ডাচ্- বাংলা ব্যাংক কলকলিয়া এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক ও তুবা ট্রেডার্স এর স্বত্বাধিকারী কলকলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আব্দুস ছালাম, বিশিষ্ট ব্যবসায়ী কলকলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির, মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর সিলেট বিভাগীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম লেবু ও আবুল কালাম প্রমূখ।