হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর স্বেচ্ছাধীন তহবিল হতে হত-দরিদ্র মানুষ এর মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ উপলক্ষে জগন্নাথপুরে নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসন এর সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর স্বেচ্ছাধীন তহবিল হতে নগদ অর্থ বিতরণ উপলক্ষে ৮ ই নভেম্বর রোজ বুধবার বিকাল ২ ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরস্থ আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অফিস সহকারী ধীরেন্দ্র নাথ এর পরিচালনায় নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ সার্কেল) শুভাশিষ ধর, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাহদাত মান্নান অভি, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর শফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগ এর আহবায়ক নুরুল হক, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত ও সাধারন সম্পাদক তাহা আহমেদ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, আশারকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, দলীয় নেতাকর্মী বৃন্দ ও সুবিধাভোগী জনসাধারণ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
পরিশেষে জগন্নাথপুর উপজেলার ৪ শত ৪৫ জন হত-দরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ১ হাজার ৮৫ টাকা করে মোট ৫ লাখ টাকা বিতরণ করেছেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।