“উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” প্রতিবাদ্য প্রনয়ন বাস্তবায়নের আহব্বানে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবি’র ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার ( ৮ নভেম্বর ) সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যলয় সামনে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো, জহুরুল ইসলাম, পরে এক বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা শাখার কার্যলয়ে এসে শেষ হয়। এসময়ে
গণপুর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রৌকশলী মোঃ মতিউর রহমান, আইডিইবির জেলা শাখার সভাপতি মো,হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক নুনী গোপাল সিংহ, আইডিইবি’র পঞ্চগড় জেনিক এর সকল নেতৃবৃন্দসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, শিক্ষক ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীরা উপস্থিত ছিলেন । রেলি শেষে সংগঠনটির কার্যলয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।