মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
বুধবার (৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার লোহাগড়া-মহাজন সড়কের রাজুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জনি উপজেলার কোলা গ্রামের মিজানুর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১ টার দিকে নিহত জনি শেখ মোটরসাইকেল যোগে লোহাগড়ার দিকে যাচ্ছিল প্রতিমধ্যে রাজুপুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৪-৭৭১৪) তাকে ধাক্কা দেয়।
এসময় সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: কৃষ্ণপদ বিশ্বাস তাকে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে রিফাট করার মুহূর্তে সে মারা যায়,
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।
নিহতের পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।