উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেনের জন্মদিন উপলক্ষে প্রথম প্রহরে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন, দুপুরে জুম্মার নামাজের শেষে
পঞ্চগড়ের কয়েকটি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় । এবং বিকেলে শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ১০ নভেম্বর ) পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ নোমান হাসানের উদ্যোগে দলীয় কার্যালয়ে এবং মকবুলার রহমান সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপন ও বিতরণ করা হয় । আবু মোঃ নোমান হাসান বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের জন্মদিনে এই দিনটিকে স্মরণ করে রাখতে আমরা ফলজ,বনজ,ঔষধী প্রজাতির গাছের চারা রোপণ করেছি। পুরো জেলায় পর্যায়ক্রমে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। এই কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করে তুলতে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছি আমরা।