হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠালগ্ন থেকে পুরুষ চিকিৎসক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে প্রথম নারী চিকিৎসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাক্তার শারমিন আরা আশা। ইতিপূর্বে তিনি জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পুরুষ চিকিৎসকরা দায়িত্ব পালন করে আসছিলেন।চলতি ২০২৩ সালের চলতি মাসের ১২ ই নভেম্বর রোজ রবিবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন এই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) শারমিন আরা আশা।
এ ব্যাপারে নব-দায়িত্ব প্রাপ্ত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আরা আশা বলেন, সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের আদেশে পদোন্নতি পেয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছি। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে জগন্নাথপুরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, বিগত ২০১০ সাল থেকে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছি এবং বিগত ছয় মাস ধরে আবাসিক মেডিকেল চিকিৎসক (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ভূমিকা রাখতে চাই। আমি সকলের নিকট দোয়া প্রার্থী।