হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
এইচএসসি ও সমমান পরীক্ষায় জগন্নাথপুরে ফলাফল বিপর্যয় ঘটেছে। কলেজ পর্যায়ে জিপিএ -৫ পেয়েছেন পাঁচজন শিক্ষার্থী ও মাদ্রাসা পর্যায়ে জিপিএ -৫ পেয়েছেন দুইজন শিক্ষার্থী।
বিগত ২৬ শে নভেম্বর রোজ রবিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১০টি কলেজ থেকে ১হাজার ৯শত ৬ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ১ হাজার ৩৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তমধ্যে একমাত্র শাহজালাল মহাবিদ্যালয় থেকে ৫ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আর সৈয়দপুর আদর্শ কলেজ থেকে ১ শত ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে ৩০ জন শিক্ষার্থী ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে ৬ শত ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে ৩ শত ৭১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। কলেজ পর্যায়ে মোট পাশের হার ৬৪ দশমিক ৯৫ শতাংশ।
মাদ্রাসা পর্যায়ে এই উপজেলার ৭ টি মাদ্রাসা থেকে ৪ শত ৩ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ গ্রহন করে ৩ শত ৭৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এবং জিপিএ -৫ পেয়েছেন ২ জন শিক্ষার্থী। মোট পাশের হার ৯৩ দশমিক ৩০ শতাংশ।
এই তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়।
এব্যাপারে একাধিক অভিভাবক তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, এবার এর এইচএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলায় ব্যাপক ভাবে পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটেছে। শিক্ষকদের গাফিলতির কারনে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে পারেনি। অদূর ভবিষ্যতে এই ফলাফল বিপর্যয় যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন অভিভাবক মহল।