হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আল-বশিরুল ইসলাম আগামী বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করছেন বলে জানা গেছে।
বিশ্বস্ত সুত্রে জানাযায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধিশাখার আদেশে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলামকে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় পদায়িত করা হয়েছে। এবং জৈন্তাপুর উপজেলায় কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলামকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়িত করা হয়েছে। আল-বশিরুল ইসলাম জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে চলতি সনের ৭ ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করবেন।