
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাঈমুজামান ভূঁইয়ার সাথে পঞ্চগড় জেলা জাতীয় শ্রমিক লীগের মতবিনিম, সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ) বিকেলে কেন্দ্রনীয় ট্রাক টার্মিনাল সংলগ্ন বেসিক মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এ সময় জাতীয় শ্রমিক লীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ শাহিন রেজামিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কাজী আল তারিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কোভির উজ্জ্বল, পৌর কাউন্সিলর হাসনাত মোঃ হামিদুর রহমান , পৌর কাউন্সিল, আশরাফুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের লোকমান হোসেন বাবু , মোঃ আবুল কালাম আজাদ, মোঃ রাসেল সহ আওয়ামী লীগ এবং জেলা জাতীয় শ্রমিক লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তারা বলেন, আওয়ামী লীগ সংগঠন জনগণের সংগঠন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের কল্যাণে এই সংগঠন তৈরি করেছেন। আওয়ামী লীগকে ধ্বংস করতে সর্বদায় ষড়যন্ত্র করে চলেছে স্বাধীনতা বিরোধী চক্র। উন্নয়নের মধ্যে দিয়ে ষড়যন্ত্র রুখে দিতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের মুখে হাসি ফুটে। জনগণ সকল প্রকার সুযোগ-সুবিধা পেয়ে থাকে। দলের স্বার্থে সবাইকে সাথে নিয়ে যে কোন সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। নেতৃত্ব মানে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করা। জাতির জনক সারা জীবন জনগণের মূল্যায়ন করে গেছেন। তাই সর্বপুরি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রতিটি নির্বাচনে ঐক্যবন্ধ হয়ে নৌকার বিজয় ঘটাতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আওয়ামী লীগের বিজয় ঘটাতে হবে।